শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

জাতিসংঘ তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩১

শেয়ার

জাতিসংঘ তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার: রিজওয়ানা হাসান
সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশে সংস্কার আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাংলাদেশ পুলিশের সার্বিক সংস্কারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবে, তাদের কার্যপরিধি যদি দেখেন, সেখানে উল্লেখ আছে, এই ঘটনা যাতে আর কখনও না ঘটে, সে জন্য সিকিউরিটি রিফর্মস কী কী নিতে হবে, সেগুলোর ব্যাপারেও তারা আমাদের বলবে। এ ছাড়া একটা পুলিশ কমিশনের কথা বলা হয়েছে। এগুলোর উদ্দেশ্যই হচ্ছে যা ঘটে গেছে, সেটা তো আমরা আনডু (ফিরিয়ে নেওয়া) করতে পারব না, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

এ ছাড়া কোনোভাবেই যেন নির্দোষ কেউ হয়রানির মুখোমুখি না হয় সেটা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই নিশ্চিতের চেষ্টা করবে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

আদালত প্রাঙ্গণে আসামিদের হেনস্তার বিষয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এ ঘটনাগুলোকে কোনোভাবেই এনডোর্স (স্বীকৃতি দেবে না) করে না।’

বন্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কেন হঠাৎ করে বন্যা শুরু হয়েছিল, সেটার সঠিক তথ্য জানতে নোয়াখালী ও ফেনীতে গণশুনানি শুরু করা হবে।’