.jpg)
আট বছর গুম থাকার বর্ণনা দিলেন বাংলাদশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।
মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেছেন তিনি। জানিয়েছেন সেখানকার অবর্ণনীয় নির্যাতনের কথা।
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হলেও আযমী ভার্চুয়াল ব্রিফিং করেন।
তিনি জানান, তুলে নেয়ার পর প্রতিদিন নতুন কায়দায় তার ওপর নির্যাতন চালানো হয়েছে। অসুস্থতার কারণে গত কয়েক দিন তিনি গণমাধ্যমের মুখোমুখি হননি।
তিনি বলেন, যারা আমাকে গুম করেছে তাদের বিচার চাই। তারা আমার জীবন থেকে আটটি বছর কেড়ে নিয়েছে।
এর পেছনে যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক সাজা দেয়ার অনুরোধ জানান তিনি।
তিনি দাবি করেন, যতজনকে গুম ও খুন করা হয়েছে তার বিচার করতে হবে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে একের পর এক ফিরে আসতে থাকেন দীর্ঘদিন ধরে নিখোঁজ ব্যক্তিরা। তাদের ভিন্ন ভিন্ন স্থানে চোখ-মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন: