হাসিনা সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে আলাদা দুটি হত্যা মামলায় পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হককে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার এই দুই সাবেক শীর্ষ পুলিশ কর্মকতার বিরুদ্ধে রায় দেন আদালত।
ঢাকার মোহাম্মদপুর এলাকায় মুদি দোকানি আবু সাঈদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।
অন্যদিকে, নিউমার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শহিদুল হককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ও তেজগাঁও এলাকা থেকে সাবেক দুই আইজিপিকে গ্রেফতার করা হয়।
শহীদুল হককে গতরাতে উত্তরা ১৬ নং সেক্টর থেকে গ্রেফতার করা হয়।
চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়।
আরও পড়ুন: