শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

পদত্যাগ করেছেন 'বিতর্কিত’ নির্বাচন কমিশন সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৩

আপডেট: ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০৮

শেয়ার

পদত্যাগ করেছেন 'বিতর্কিত’ নির্বাচন কমিশন সদস্যরা
পদত্যাগপত্রে স্বাক্ষর করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন সিইসি হাবিবুল আউয়াল। 

সংবাদ সম্মেলনে হাবিবুল আউয়াল বলেন, ‘আমিসহ নির্বাচন কমিশনের সকলেই পদত্যাগের জন্য মনস্থির করেছি। পদত্যাগের কাগজপত্র সচিবের কাছে জমা দিয়েছি। এখন তিনি রাষ্ট্রপতির কাছে সেগুলো জমা দেবেন।’

২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান। 

সাংবিধানিকভাবে পাঁচ বছরের মেয়াদ থাকলেও আগস্ট বিপ্লবের নতুন বাস্তবতায় মাত্র আড়াই বছরের মাথায় পদ ছাড়তে হচ্ছে তাদের।

ইসি সূত্র জানায়, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নিজেদের অবস্থান ও করণীয় জানতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হয় আউয়াল কমিশন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো নির্বাচন কমিশনেও সংস্কার আসছে, এটি নিশ্চিত বলে ধরে নিয়ে পদত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন।