শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

হাসিনা আমলের করা যে চুক্তি শুভংকরের ফাঁকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:১৯

আপডেট: ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:০৩

শেয়ার

হাসিনা আমলের করা যে চুক্তি শুভংকরের ফাঁকি
খুরশেদ আলম। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে আগেই নিয়োগ দেয়া হয়েছে হাসিনার আস্থাভাজন রিয়ার এডমিরাল (অব) খুরশেদ আলমকে।

সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হকের স্বাক্ষ‌রিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

খুরশেদ আলমকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়ার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।

কারণ, কর্তৃত্ববাদী হাসিনা সরকারের আস্থাভাজন হওয়ার সুবাদে খুরশেদ আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান এবং চুক্তির মেয়াদ নানা সময়ে বাড়তে থাকে।

হাসিনা সরকারের অনুগত এই সচিব ভারতের সঙ্গে দেশবিরোধী কিছু চুক্তি করেছেন বলেও এখন প্রকাশ পাচ্ছে।

তার মধ্যে অন্যতম তথাকথিত "সমুদ্র বিজয়" চুক্তি।

সমুদ্র বিজয়ের নামে যে বিশাল কিছু করা হয়েছে বলে উপস্থাপনা করা হয় তা আদতে শুভংকরের ফাঁকি।

তাছাড়া ভারতের সঙ্গে ব্লু ইকোনমি নিয়ে যে জাতীয় স্বার্থ বিরোধী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তাও বিভিন্নভাবে এদেশের জনগণের বিরুদ্ধে যায়।

আরেকটি বিষয় এই চুক্তিতে লক্ষণীয়- ভারতীয় পক্ষের কোনো প্রতিনিধির নাম,পদবী ও সিল দৃশ্যমান নেই চুক্তিতে।

এ ছাড়া এই চুক্তির অধীনে বাংলাদেশ কোনো তৃতীয় পক্ষের কাছে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করতে পারবে না। উদ্দেশ্য-প্রণোদিতভাবে তেমনটাও বলা আছে চুক্তিতে।