.jpg)
অগাষ্টে দায়িত্ব নেয়ার পরপরই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যু নিয়ে কড়া কথা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই সাক্ষাৎকার ভালোভাবে নিতে পারেনি ভারত সরকার।
হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলেছে, এ কারণে জাতিসংঘের অধিবেশন চলাকালে ড. ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোন সাইড বৈঠকে না-ও হতে পারে।
মোদির সাথে ড. ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি।
বিশ্লেষকরা বলছেন, নিউ ইয়র্কে মোদি ও ড. ইউনূসের বৈঠক না হলে, দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরো বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকছে।
আরও পড়ুন: