শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

আমেরিকায় ড. ইউনূস ও মোদির বৈঠক অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০২:০০

শেয়ার

আমেরিকায় ড. ইউনূস ও মোদির বৈঠক অনিশ্চিত
ছবি: বামে ড. ইউনূস ও ডানে মোদি

অগাষ্টে দায়িত্ব নেয়ার পরপরই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যু নিয়ে কড়া কথা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . ‍মুহাম্মদ ইউনূস। ওই সাক্ষাৎকার ভালোভাবে নিতে পারেনি ভারত সরকার।

 হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলেছে, এ কারণে জাতিসংঘের অধিবেশন চলাকালে ড. ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোন সাইড বৈঠকে না-ও হতে পারে।

মোদির সাথে ড. ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি।

বিশ্লেষকরা বলছেন, নিউ ইয়র্কে মোদি ও ড. ইউনূসের বৈঠক না হলে, দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরো বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকছে।