বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ভারতের যুদ্ধ প্রস্তুতির আহ্বানে উদ্বিগ্ন নয় ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:০৩

আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৩০

শেয়ার

ভারতের যুদ্ধ প্রস্তুতির আহ্বানে উদ্বিগ্ন নয় ঢাকা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শান্তি রক্ষার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বানে ঢাকা উদ্বিগ্ন নয় বরং বিস্মিত হয়েছে।

রোববার দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে ও কী কারণে এ কথা বলেছেন, সেটা আমরা দেখবো। তবে, ইসরায়েল-হামাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সঙ্গে লড়াই করার কথা বলবে না ভারত।’

তিনি জানান, বাংলাদেশ এখনই এটার কোন প্রতিক্রিয়া দেবে না।

তৌহিদ হোসেন বলেন, ‘ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতেই পারে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইবো।’

এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, ‘আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে না। তবে, কিছু ঢুকে পড়ছে। বড়সর জায়গা, তাই সক্ষমতার কিছুটা ঘাটতি আছে। তাদের পুশব্যাক করা হচ্ছে।’

banner close
banner close