শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

টাকার বিনিময়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা

প্রতিনিধি,কক্সবাজার

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৩৫

আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৩০

শেয়ার

টাকার বিনিময়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা
প্রতীকী ছবি।

মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে দালালদের সহযোগিতায় অর্থের বিনিময়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, উখিয়া-টেকনাফ সীমান্তে দুই পাড়ে প্রায় দুই শতাধিক দালালের মাধ্যমে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে।

নাফ নদের ওপারে অর্ধশতাধিক নৌকায় দুই হাজারের বেশি রোহিঙ্গা অপেক্ষায় রয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দালালরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢোকাচ্ছে বলে তাদের অভিযোগ।

সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন ধরে রাখাইনে যুদ্ধের তীব্রতা বেড়েছে। বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্তও। এ পরিস্থিতিতে রোহিঙ্গারা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। এদিকে, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক পাহারায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নাফ নদীর সীমান্তে কিছু দালাল চক্রের সদস্যরা আবারও নৌকায় করে রোহিঙ্গারা শাহ পরীর দ্বীপ, ঘোলার চর, জালিয়া পাড়া, সাবরাং, নয়া পাড়া, টেকনাফের জাদিমুড়া, নাইট্যংপাড়া, বড়ইতলি, কেরুনতলি ও বাহারছড়া ইউনিয়নের সাগর উপকূলের বিভিন্ন পয়েন্ট দিয়ে নিয়ে দেশে আসছে।

বিজিবি ও কোস্টগার্ড কর্মকর্তাদের দাবি, সীমান্তে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। তবে রোহিঙ্গা বোঝাই অনেক নৌকা অনুপ্রবেশে বাধা দেওয়া হয়েছে। অনেক রোহিঙ্গাকে পুশব্যাক করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর মাঠ প্রশাসন না থাকায় তৈরি হওয়া অস্থিরতার সুযোগ নেয় রোহিঙ্গারা।

দালালের মাধ্যমে রোহিঙ্গারা ঢুকছে জানিয়ে টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নজির আহমদ বলেন, ‘গত কয়েকদিনে শুধু কেরনতলী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এলাকাবাসীর সহযোগিতায় তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।’

নাফ নদ অতিক্রম করে টেকনাফে ঢুকতে তাদের (রোহিঙ্গাদের) কাছ থেকে মাথাপিছু ২০ থেকে ৩০ হাজার টাকা নিয়েছে দালালরা।