.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক আক্কাস মিয়া ইনুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মেহেরা মাহবুব এ আদেশ দেন।
এরই মধ্যে বিভিন্ন থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় ইনুকে ১৬ দিনের রিমান্ডে নেয়া হয়।
বেশ কয়েকটি হত্যা মামলায় গত ২৬ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
আওয়ামী লীগ ও কেন্দ্রীয় ১৪ দলের অনেক নেতার নামেই হত্যাসহ গণহত্যার বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। এরপর থেকে জোটের অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।
আরও পড়ুন: