বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে: ড. ইউনূস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:৩১

আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:৩৫

শেয়ার

ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে: ড. ইউনূস
ছবি: বাসস

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দরকার। কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যাতা এবং সমতার ভিত্তিতে। রবিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠান শেষে, ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। 

মাহফুজ বলেন, “শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড. ইউনূস। 

দক্ষিণ এশীয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করেন মোহাম্মদ ইউনূস। 
অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ১৫০ জন ছাত্র প্রতিনিধি সরকার প্রধানের সাথে মতবিনিময় করেন। 

banner close
banner close