
সকল পোশাক কারখানা মঙ্গলবার থেকে খোলা থাকবে। ছবি: সংগৃহীত
বিজিএমইএ’র পরিচালক আশিকুর রহমান তুহিন জানিয়েছেন, সকল পোশাক কারখানা আজ মঙ্গলবার থেকে খোলা থাকবে। সোমবার আশুলিয়া এলাকার কারখানা মালিক এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।
আশিকুর রহমান তুহিন জানান, এর আগে যে ১১৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেগুলোও মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু করবে। বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আশিকুর রহমান যুক্ত করেন, ছয় ঘণ্টার আলোচনার পর, নারী-পুরুষ পরিচয়ের ভিত্তিতে নতুন নিয়োগ প্রদানের বিষয়ে সব পক্ষ সম্মত হয়েছে। আর এই নিয়োগ দেয়া হবে যোগ্যতা ও কারখানার প্রয়োজন অনুযায়ী।
আরও পড়ুন: