শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের শ্রদ্ধায় ১৪ সেপ্টেম্বর স্মরণ সভা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০১

আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৩৭

শেয়ার

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের শ্রদ্ধায় ১৪ সেপ্টেম্বর স্মরণ সভা
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের সম্মানে আগামী শনিবার একটি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভার ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ কোটি টাকা।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে এবং অতিথিদের তালিকা প্রস্তুত করবেন উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

এসময় ভারতকে বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, চলমান প্রকল্প নিয়ে কোনো সমস্যা নেই।

অর্থ উপদেষ্টা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে দিল্লির আগ্রহ রয়েছে। বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি ভালো জায়গা উল্লেখ করে তিনি ভারতকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।