বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ২১:১৬

আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৪ ২১:১৯

শেয়ার

ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু
প্রতীকী ছবি।

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৫৩৪ জন।

মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং খুলনা বিভাগের হাসপাতালে একজন করে মোট তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি দুজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগের হাসপাতালে।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় হাসপাতালে রয়েছেন ১৯৯ জন। এ ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১১৩ জন, খুলনা বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ১৮জন, ময়মনসিংহ বিভাগে ১৭ ও রংপুর বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় মোট ১৬ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১০২ জনের মৃত্যু হয়েছে।

banner close
banner close