বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

বিএনপির অভিযোগ: আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে লোডশেডিং ও অরাজক পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৯

শেয়ার

বিএনপির অভিযোগ: আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে লোডশেডিং ও অরাজক পরিস্থিতি
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির ফলে দেশবাসীকে লোডশেডিংসহ অরাজক অবস্থার সম্মুখীন হতে হচ্ছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দুটি দলের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

এ ছাড়া, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে বিজয়ী হয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দেন আমীর খসরু।

অপরদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও তাদের চক্রান্ত চলমান রয়েছে, এবং অপকর্মে তাদের সংশ্লিষ্টতা লক্ষ্য করা যাচ্ছে।

banner close
banner close