জাতির উদ্দেশে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। সন্ধায় তার ভাষণে, চলমান নানা বিষয় গুরুত্ব পায়। ভাষনের শুরুতেই জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবাইকে আর্থিক সহায়তা করার আহ্বান জানান।
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করবে বলেও জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ড. ইউনূস। তৈরি পোশাক খাতের সংকট নিরসনে পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে মালিক-শ্রমিকদের সম্পর্ক উন্নয়নে কাজ করবে বর্তমান প্রশাসন। ভাষণে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার অঙ্গিকার করেন তিনি। তিনি জানান ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। তিনি বলেন নির্বাচন, দুদক, আইন, পুলিশসহ বিভিন্ন বিভাগ সংস্কারের উদ্যোগ নিয়েছে তার প্রশাসন। বিগত সরকারের প্লট বরাদ্দে দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, আইন না মেনে প্লট বরাদ্দ দেয়ায়, তা বাতিল করা হচ্ছে।
আরও পড়ুন: