বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

সাবেক ডি এম পি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে আদালতে নেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:৫০

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:১৫

শেয়ার

সাবেক ডি এম পি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে আদালতে নেয়া হয়েছে
আদালতে নেয়া হচ্ছে আসাদুজ্জামান মিয়াকে। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে সিএমএম আদালতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ডিবি কার্যালয় থেকে তাকে বের করা হয় এবং ১০টা দিকে তাকে সিএমএম আদালতের গারদখানায় নেয়া হয়।

পুলিশ জানায়, হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করবেন তারা।

এর আগে, বুধবার দিবাগত রাতে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার হন তিনি।

২০১৫ সালে ছাত্রদল নেতা জনি হত্যার ঘটনায় দায়ের করা খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জনির বাবা ইয়াকুব আলী গত ২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন।

আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।

banner close
banner close