শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

এক দশক নির্বাসন শেষে আজ দেশে ফিরছেন সাংবাদিক মুশফিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০১:৫৩

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০৩

শেয়ার

এক দশক নির্বাসন শেষে আজ দেশে ফিরছেন সাংবাদিক মুশফিক
ছবিঃ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

এক দশকের নির্বাসন শেষে আজ যুক্তরাষ্ট্র দেশে ফিরছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। সকালে হযরত শাহ জালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তাকে বহণকারী বিমানটি। শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এই নির্বাসিত সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হবে।

মুফফিকুল ফজল আনসারী হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা  হিসেবে তার কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম সম্পাদিত বৈদেশিক নীতি ম্যাগাজিন সাউথ এশিয়া পারসপেক্টিভস-এর নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করছেন। মুশফিক ফজল বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনী জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাকে ধারাবাহিকভাবে তুলে ধরেছেন।

স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ২০১৫ সালের জানুয়ারিতে মুশফিকে নির্বাসিত করা হয়। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।