শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার হাসনাত আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩৯

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০৩

শেয়ার

ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার হাসনাত আব্দুল্লাহর
হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী সরকার গড়ে উঠতে দেয়া হবে না।

বুধবার (১১ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়ার কোরক বিদ্যাপীঠ মাঠে শিক্ষার্থীদের আয়োজিত মতবিনিময় সভায় তিনি জানান, প্রয়োজন হলে পরবর্তী সরকার গঠন পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।

তিনি এসময় বলেন, ’শহীদদের রক্তে অর্জিত ফ্যাসিবাদমুক্ত দেশে আর কোনো খুন, গুম, অত্যাচার ও নির্যাতন বরদাশত করা হবে না।‘

আগামীর দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রকৃত অভিভাবক কেবল তাদের মা-বাবা, অন্য কেউ না।

banner close
banner close