শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

সংস্কারের পরেই নির্বাচন: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ২২:৫৭

আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৫

শেয়ার

সংস্কারের পরেই নির্বাচন: রিজওয়ানা হাসান
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার এনে তারপরে নির্বাচনের কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার।

এ সময় রাজনৈতিক দলগুলোর স্পষ্ট করে দেয়া ‘আগে সংস্কার ও পরে তারা নির্বাচনে যেতে চায়’ সেই বক্তব্য স্মরণ করিয়ে দেন তিনি।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।

এর আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে দেশের ছয়টি খাতের সংস্কার নিয়ে ছয়টি কমিশনের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রিজওয়ানা হাসান।

তিনি বলেন, 'আপাততের জন্য শুধু যিনি নেতৃত্ব দেবেন, তার নামটা ঠিক করেছি । উনিই আসলে ঠিক করবেন, আমাদের সকলের সঙ্গে আলোচনা করে, অন্য কমিশন মেম্বার কারা হবে।'

তিনি আরও বলেন, 'আর সংস্কার প্রস্তাব যেগুলো আসছে, সেগুলো কিছু কিছু জিনিস পত্রপত্রিকায় আছে, জনগণের মতামত হিসেবে আছে, কারও কারও গবেষণা হিসেবে আছে। ওইগুলো নিয়ে তারা কাজ শুরু করে দেবেন। এর মধ্যে 'কংক্রিট' যে প্রস্তাবগুলো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করেছি, সেগুলো চলে আসবে। ফলে উনাদের টার্মস অব রেফারেন্স- কর্মপরিধি ঠিক করতে দুই থেকে তিন সপ্তাহ লেগে যাবে।'

নবগঠিত কমিশনগুলোর কাজের বিষয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, 'কিন্তু আমরা মনে করেছি, এই দুই-তিন সপ্তাহ বসে না থেকে হাতে যা আছে তা নিয়েই উনারা শুরু করুক। উনারা কোথায় বসবেন, এটাও মোটামুটি ঠিক করা হয়েছে, মন্ত্রী পরিষদ বিভাগ এই কমিশনগুলোতে সাচিবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সম্মেলন শেষ করে আসার পর কর্মপরিধি এবং কারা থাকবেন কমিশনে তা ঠিক হবে।'

তিন মাসের মধ্যে কমিশনগুলো তাদের প্রতিবেদন দিতে পারবে বলেও এক প্রশ্নের জবাবে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।