আশুলিয়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন পাঁচ আগস্ট লাশ পোড়ানোর ঘটনায় জড়িত ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, পাঁচ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার ভিডিও ব্যাপকভাবে সমালোচনার সৃষ্টি করে।
মুনিম ফেরদৌস যোগ করেন, তদন্তে সম্পৃক্ততা পাওয়ার পর আরাফাত আত্মগোপনে চলে যান। মামলার প্রেক্ষিতে আজ তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: