শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

৮ দফা দাবিতে শাহাবাগ মোড় অবরোধ করেছে ‘হিন্দু জাগরণ মঞ্চ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৪৭

আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৪৮

শেয়ার

৮ দফা দাবিতে শাহাবাগ মোড় অবরোধ করেছে ‘হিন্দু জাগরণ মঞ্চ’
হিন্দু জাগরণ মঞ্চের শাহবাগ অবরোধ। ছবি: বাংলা এডিশন

ধর্মীয় উপাসনালয় এবং ঘরবাড়িতে হামলার অভিযোগ এনে তা বন্ধ ও নিরাপত্তা দেয়াসহ ৮ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। যার ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকেলে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসেও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। তখন তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানান।

তাদের আট দফা দাবির মধ্যে রয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন, একটি বিশেষ মন্ত্রণালয় গঠন, এবং দুর্গাপূজার ছুটি বাড়িয়ে পাঁচদিন করা।