শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

আমিরাত থেকে দেশে ফিরেছেন আরও ২৬ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৩৯

আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৪২

শেয়ার

আমিরাত থেকে দেশে ফিরেছেন আরও ২৬ বাংলাদেশি
দেশে ফেরত আগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত আরও ২৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার বিকেলে ভারতীয় ইন্ডিগো এয়ারলাইন্সে তারা সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন।

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে প্রতিবাদ করার জন্য ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। পরে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করে দেন। এদের মধ্যে প্রথম দফায় ৭ সেপ্টেম্বর দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি। আজ দ্বিতীয় ধাপে আরও ২৬ জন দেশে ফিরেছেন। এ নিয়ে দুই দফায় আমিরাত থেকে ৪০ জন দেশে ফিরলেন।

গত ৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।

এর আগে গত ২০ জুলাই সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এরপর দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ৫৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। বিচারের পর এই প্রবাসীদের কাউকে ১০ বছর, কাউকে ১১ বছর, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের ভিসা সুবিধাও বন্ধ করে দেয় দেশটি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের আমিরকে ফোনে বিষয়টি জানালে তিনি ক্ষমা করে দেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে যেকোনো ধরনের বিক্ষোভ বেআইনি। সেখানে যে কোনো ধরনের প্রতিবাদ মিছিলের বিরুদ্ধে দেশটি বরাবরই কঠোর অবস্থানে থাকে দেশটি। বাংলাদেশি বিক্ষোভকারীদের বিরুদ্ধে 'দাঙ্গা উসকানি ও সমাবেশ করার' অভিযোগে মামলা করা হয়েছিল।

অভিযুক্তদের অন্তত তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডব্লিউএএম জানায়, কারাদণ্ড ভোগের পর তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা হবে।

banner close
banner close