শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

শাহবাগ ছেড়েছে ‘হিন্দু জাগরণ মঞ্চ’: যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ২১:০৭

আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ২১:০৮

শেয়ার

শাহবাগ ছেড়েছে ‘হিন্দু জাগরণ মঞ্চ’: যান চলাচল শুরু
শাহবাগ মোড় ছেড়েছে ‘হিন্দু গণজাগরণ মঞ্চ’। ছবি: সংগৃহীত

প্রায় তিন ঘণ্টা অবরোধের পর শাহবাগ মোড় ছেড়েছে ‘হিন্দু গণজাগরণ মঞ্চ’। এতে শাহবাগ এলাকায় যান চলাচল শুরু হলেও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আজকের মতো কর্মসূচির সমাপ্ত ঘোষণা করে সড়ক থেকে উঠে যান তারা।

এর আগে, শুক্রবার বিকেলে ধর্মীয় উপাসনালয় এবং ঘরবাড়িতে হামলার অভিযোগ এনে তা বন্ধ ও নিরাপত্তা দেয়াসহ ৮ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে হিন্দু জাগরণ মঞ্চ। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

প্রসঙ্গত, গত মাসেও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

banner close
banner close