শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা; সতর্ক সংকেত জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৪

শেয়ার

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা; সতর্ক সংকেত জারি
আজ দেশের ৯টি অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ছবি: সংগৃহীত

দেশের ৯টি অঞ্চলে ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৪ সেপ্টেম্বর) সংস্থাটির আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেয়া হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, ঝড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।