শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ছাত্র আন্দোলনে গুলি চালানো রুবেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৭

আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩০

শেয়ার

ছাত্র আন্দোলনে গুলি চালানো রুবেল গ্রেফতার
জহিরুল ইসলাম রুবেল। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই হাতে পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শুক্রবার দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুনীম ফেরদৌস জানান, গত পাঁচ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন রুবেল নামে ওই সন্ত্রাসী।

ভিডিওতে দেখা যায়, সেদিন দুই হাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালাচ্ছিলেন রুবেল।

 

 

 

banner close
banner close