যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ (শনিবার) সকালে ঢাকায় পৌঁছেছে। তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রতিনিধিদলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লুসহ ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের সদস্যরা রয়েছেন।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের এই সফর দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। আলোচনাটি বহুমাত্রিক হবে এবং বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
রোববার (১৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক হবে। জানা গেছে, সফরে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিয়ে আলোচনা হবে। ১৬ সেপ্টেম্বর মার্কিন প্রতিনিধি দলের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
আরও পড়ুন: