বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত হয়েছেন। এই আন্দোলনে আহত হয়েছেন ৩০ হাজারের বেশি। শুক্রবার, এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এসব তথ্য জানায়।
১২টি জাতীয় দৈনিক এবং স্বেচ্ছাসেবকদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের ৭৭ শতাংশ গুলিতে মারা গেছেন। বাকি ৮ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে এবং ১১ শতাংশকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিহতদের মধ্যে ৫৩ শতাংশের বয়স ১৯ থেকে ৩০ বছরের মধ্যে এবং ৭০ শতাংশের বয়স ৩০ বছরের নিচে। এছাড়া বৈষম্যবিরোধী থেকে সরকার পতনে মোড় নেয়া এই আন্দোলনে ৫২ শতাংশ শিক্ষার্থী হত্যার শিকার হন।
এইচআরএসএস আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থা বিক্ষোভকারীদের দমাতে বেআইনি উপায়ে গুলি এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছে। ছাত্রলীগের মাধ্যমে হামলার নির্দেশ দেয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: