শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

রাজধানীতে সকাল থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১১

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২২

শেয়ার

রাজধানীতে সকাল থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ছবি: সংগৃহীত

স্থল নিম্নচাপের কারণে রাজধানীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঝড়ো বাতাস বইছে। শনিবার সকালের আকাশের ভেসে বেড়াচ্ছে কালো মেঘ।

স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে গত দুইদিনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অতিভারী বর্ষণ হয়েছে। এরমধ্যে কক্সবাজারে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই জানিয়ে আরও দুইটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে অক্টোবর ও নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদফতর এমন পূর্বাভাস দিয়ে বলেছে, আজ উপকূলের কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, খুলনা, যশোর ও নোয়াখালী শহরে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এদিকে, বৃষ্টির কারণে বেশ ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। ঢাকার অনেক সড়কেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এছাড়াও, স্কুলগামী শিক্ষার্থীরাও পড়েছে চরম ভোগান্তিতে।

banner close
banner close