শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

হাসিনা সরকারের বহু মন্ত্রী ও এমপি'র লাল পাসপোর্ট বাতিল; কঠোর নজরদারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৮

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৮

শেয়ার

হাসিনা সরকারের বহু মন্ত্রী ও এমপি'র লাল পাসপোর্ট বাতিল; কঠোর নজরদারি
হাসিনা সরকারের ৫৮৯ জনের বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে। ছবি: বাংলা এডিশন

শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি এবং তাদের পরিবারের ৫৮৯ জনের বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে।

এসব ব্যক্তিরা যেন বাতিল পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশ ত্যাগ বা অন্য কোনো দেশে ভ্রমণ করতে না পারেন, সেজন্য কড়াকড়ি নজরদারি আরোপ করে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া বাতিল পাসপোর্টধারীদের ব্যক্তিগত তথ্যও সিস্টেমে জব্দ করা হয়েছে, ফলে প্রতিস্থাপন বা নবায়নের সব প্রচেষ্টা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান হবে।

গত তিন সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও তাঁদের পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট বাতিল করার পাশাপাশি নতুন সাধারণ পাসপোর্টের আবেদনকারীদের জন্য গোয়েন্দা সংস্থার ছাড়পত্র আবশ্যক করা হয়েছে।