শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

অধিকাংশ পোশাক কারখানা খুললেও এখনো বন্ধ ২০টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:০১

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:০৮

শেয়ার

অধিকাংশ পোশাক কারখানা খুললেও এখনো বন্ধ ২০টি
এখনো বন্ধ রয়েছে ২০টি কারখানা। ছবি: সংগৃহীত

বিজিএমইএ’র নির্দেশনা থাকলেও আশুলিয়ার সব পোশাক কারখানা এখনো খোলেনি। আশুলিয়া শিল্পাঞ্চলের বন্ধ কারখানার অধিকাংশই আজ খুললেও এখনো বন্ধ রয়েছে ২০টি কারখানা।

রোববার সকালে কারখানায় গিয়ে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখতে পান। এসব কারখানাগুলোর মধ্যে ১৮টি আগে থেকেই ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বাকি দুটি কারখানায় চলছে সাধারণ ছুটি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, খোলা কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন চলছে, ফিরেছে কর্মচাঞ্চল্য। তাছাড়া কারখানার বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত থাকার পাশাপাশি সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে ৮৬টি কারখানা ১৩/১ ধারায় বন্ধ ছিল। এ ছাড়া, ১৩৩ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এই অঞ্চলে গতকালও ৪৯টি কারখানা বন্ধ ছিল।