শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ডিবিতে হস্তান্তর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২৭

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩০

শেয়ার

শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ডিবিতে হস্তান্তর
মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। কোলাজ: বাংলা এডিশন

অবৈধভাবে ভারতে পালানোর সময় ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া এলাকায় আটক হওয়া সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার রাতে তাঁদের ময়মনসিংহ থেকে ঢাকার ডিবি কার্যালয়ে আনা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম।

সংশ্লিষ্ট সূত্রমতে, রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলার এজাহারে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর নাম রয়েছে। তাঁদের ঢাকার আদালতে তোলা হবে।

এর আগে সোমবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে ভারতে পালানোর সময় এলাকাবাসীর হাতে আটক হন মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত। পরে তাঁদের পুলিশে দেন তাঁরা। তাদের সাথে আরও আটক হন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালক সেলিম।

গত ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন শ্যামল দত্ত। সে সময় ইমিগ্রেশন পুলিশ তাকে ফেরত পাঠায়।

banner close
banner close