শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:২৩

শেয়ার

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৭২ জন। এ সময়ে এইডিস মশাবাহিত রোগটিতে সারা দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে সবশেষ মারা যাওয়া ৫ জনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা। বাকি দুজনের একজন বরিশালের এবং একজন চট্টগ্রামের।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২৪ জন। ঢাকার বাইরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ৪৫৫ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে।

 ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।