শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

আজ থেকে মেট্রোরেল চলবে সপ্তাহের সাতদিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫৯

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০০

শেয়ার

আজ থেকে মেট্রোরেল চলবে সপ্তাহের সাতদিন
সাতদিন চলবে মেট্রোরেল। ছবি: সংগৃহীত

আজ থেকে সপ্তাহের সাতদিন চলবে মেট্রোরেল। একইসঙ্গে  চালু হচ্ছে কাজিপাড়া স্টেশন। এতদিন শুক্রবার মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ থাকত।

বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন মেট্রোরেল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

আবদুর রউফ বলেন, ‘এমআরটি লাইন-৬ এর ট্রেন প্রতি শুক্রবার উত্তরা-উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল সাড়ে ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা-উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন চলাচল করে মেট্রোরেলের ১৯৮টি ট্রিপ। যাত্রী পরিবহন হয় গড়ে ৩ লাখ। চলতি মাসে এ পযন্ত আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ টাকা।