শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

অতিরিক্ত ডিআইজি মশিউরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৪

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৯

শেয়ার

অতিরিক্ত ডিআইজি মশিউরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে
অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান। ছবি: সংগৃহীত

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে বিমানবন্দর থেকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। 

বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে আটটি হত্যা মামলার রয়েছে। তবে কোনটাতে তাকে গ্রেফতার দেখানো হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

মশিউর রহমানের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও গ্রেফতারকৃতদের হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগ রয়েছে। মশিউর ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ এবং লালবাগ বিভাগের সাবেক উপ-কমিশনার ছিলেন।