দেশজুড়ে গ্রীষ্মের মতোই বইছে তাপপ্রবাহ । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো নেত্রকোনায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন তাপদাহ অব্যাহত থাকায় কোমলতার ঋতু শরতেও তাই অসহনীয় গরম।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এই গরম ও তাপপ্রবাহ থাকতে পারে আগামী রবিবার পর্যন্ত। সোমবার থেকে বৃষ্টি হতে পারে। এতে করে কমতে পারে তাপমাত্রা। মঙ্গলবার থেকে আরো বিস্তৃত অঞ্চলজুড়ে বৃষ্টি হতে পারে, যা কমবেশি অব্যাহত থাকতে পারে মাসের বাকি দিনগুলোতেও।
সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।
বিশেষজ্ঞরা বলছনে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শরৎ কালে গ্রীষ্মের মতোই তাপপ্রবাহ বইছে।
আরও পড়ুন: