শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ইলিশ আবদারে ভারতের আকুতিতে সাড়া দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৫৫

শেয়ার

ইলিশ আবদারে ভারতের আকুতিতে সাড়া দিলো বাংলাদেশ
ফাইল ছবি

পদ্মার ইলিশ আবদারে ভারতের আকুতিতে সারা দিলো বাংলাদেশ। দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। উল্লিখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

এদিকে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। আজ শনিবার ভোররাতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন গোপন সংবাদ পেয়ে এ মাছ জব্দ করে। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

 

banner close
banner close