শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

খালেদা জিয়ার সাথে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০১

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০৩

শেয়ার

খালেদা জিয়ার সাথে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাক্ষাৎ
ছবি: সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুশফিকুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। মুশফিকুল ২০০১ সালে থেকে ২০০৫ সাল পর্যন্ত বেগম জিয়ার সহকারী প্রেস সচিব ছিলেন। 

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মুশফিকুল ফজল আনসারী সাংবাদিকদের বলেন, তিনি ব্যক্তিগতভাবে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে এসেছেন। মানুষের প্রতি বেগম জিয়ার মমত্ববোধ ভালোবাসা আজকের আলোচনায়ও ফুটে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়ার জন্য বাংলাদেশের মানুষের দোয়া রয়েছে। 

মুশফিকুল আরো বলেন, বিদেশে বেগম খালেদা জিয়ার অনেক বন্ধু শুভাকাঙ্ক্ষী রয়েছেন। কংগ্রেস ম্যান, সেনেটরসহ যুক্তরাষ্ট্রের রাজনীতির সাথে যারা দীর্ঘদিন ধরে জড়িত তারা প্রায় বেগম জিয়ার খবর নেন। 

তিনি বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করতেন। রাজনীতি থেকে দূরে রাখতে চক্রান্ত করেই বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। 

 

banner close
banner close