শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫২

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫৭

শেয়ার

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
১৪৪ ধারা প্রত্যাহার। ছবি: সংগৃহীত

রাঙামাটির পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। রবিবার সকাল ১১টায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেলা ১১টা থেকে রাঙ্গামাটি পার্ব্যত্য জেলার পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করা হলো।

জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হলেও রাঙামাটিতে পরিবহন মালিকদের পরিবহন ধর্মঘট ও আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের সমর্থনে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ বলবৎ আছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় শুক্রবার দুপুরে জেলার পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি জেলা শহরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকার দোকানপাট, ঘরবাড়ি, মসজিদ, বিহার পরিদর্শন করেছে জেলা প্রশাসন।