শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

মধ্যরাতে রাজধানীতে সেনা চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৬

আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০৫

শেয়ার

মধ্যরাতে রাজধানীতে সেনা চেকপোস্ট
মধ্যরাতে রাজধানীতে সেনা তল্লাশি। ছবি: সংগৃহীত

হঠাৎ মধ্যরাতে রাজধানীর সড়কে চেকপোস্ট বসিয়ে বিশেষ তল্লাশি অভিযান করেছে সেনাবাহিনী। রোববার রাতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাসদস্যদের বিভিন্ন গাড়ি তল্লাশি করতে দেখা যায়। অভিযানে সন্দেহভাজন গাড়ি থামিয়ে অস্ত্র, মাদক এবং কাগজপত্রের তল্লাশি করা হয়েছে।

দিনের পাশাপাশি রাতের পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই অভিযান বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান।

জানা গেছে, রোববার দিবাগত রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানীতে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালান সেনাসদস্যরা।

রাজধানীর ফার্মগেট, মগবাজার, আগাঁরগাও, মিরপুর-১, পল্টনসহ গুরুত্বপূর্ণ বেশকিছু এলাকার সড়কে এই আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে আইন অমান্যকারী বিভিন্ন যানবাহনগুলোকে জরিমানার পাশাপাশি মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক জোনের সার্জেন্ট দুর্জয় হাসান অপু সাংবাদিকদের অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। লাইসেন্স ও হেলমেট না থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

banner close
banner close