শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল; নিহত ১৮২; আহত আট শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৫৯

আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ২০:০০

শেয়ার

লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল; নিহত ১৮২; আহত আট শতাধিক
ছবি: সংগৃহীত

লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। আজ সোমবার হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ১৮২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট শতাধিক। 

কয়েক দিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। আজ আকাশপথে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩০টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্য এবং বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য না করে নির্বিচারে হামলা চালাচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের নাগরিকদের ঘড়বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এই হামলা চালানো হয়।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্যাপক বাস্তুচ্যুতির মধ্যে বৈরুত, ত্রিপোলি এবং পূর্ব ও দক্ষিণ লেবাননের স্কুলগুলোকে আশ্রয়কেন্দ্রে পরিণত করা হচ্ছে।