বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলা ঢাকায় অন্যটি নারায়ণগঞ্জে।
এছাড়া সোমবার ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচটি হত্যা মামলা নেওয়ার আবেদন জমা পড়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে গত সোমবার পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে ১৭৬টি হত্যা মামলাসহ মোট ১৯৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: