শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ড. মুহাম্মদ ইউনূস ও জাস্টিন ট্রুডোর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩২

আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৭

শেয়ার

ড. মুহাম্মদ ইউনূস ও জাস্টিন ট্রুডোর বৈঠক
মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাস্টিন ট্রুডোর সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেয়ার অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার পর এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এ সাক্ষাৎ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়।

সংক্ষিপ্ত বৈঠকে, দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ককে দৃঢ়করণ এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করার উপায় নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর কাছে বিপ্লবের সময়  ছাত্র এবং তরুণদের আঁকা দেয়ালচিত্রের একটি আর্ট বই দ্য আর্ট অফ ট্রায়াম্ফ হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি অনুরোধ জানান ড. ইউনুস।

ট্রুডো দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন এবং বাংলাদেশে প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা করার জন্য কানাডার প্রস্তুতি ব্যক্ত করেন।