রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক কারাগারে হামলার শিকার হয়েছেন।
বুধবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তাকে ব্যাপক মারধর করা হয়। গ্রেপ্তারের পর তিনি কারাগারে যে সেলে আছেন, ওই সেলে থাকা কয়েকজন কয়েদি তার উপর হামলা চালিয়েছে বলে কারা সূত্র নিশ্চিত করেছে।
ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয়।
রাজশাহী মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে কর্তব্যরত ডা. জাহিদুল ইসলাম জানান, তার মাথা ও কপালে আঘাতের চিহ্ন ছিলো। তাকে কারারক্ষীরা সন্ধ্যার পরে নিয়ে আসেন এবং জানান যে তাকে বন্দীরা মারধর করেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার মামলায় গত ১৬ সেপ্টেম্বর এনামুল হককে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং ২৩ সেপ্টেম্বর আদালতের রায়ে কারাগারে প্রেরণ করা হয়।
আরও পড়ুন: