শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

অর্থনীতি পুনর্গঠনে বাংলাদেশকে সাড়ে ৩ বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা বিশ্বব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৪

আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৭

শেয়ার

অর্থনীতি পুনর্গঠনে বাংলাদেশকে সাড়ে ৩ বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা বিশ্বব্যাংকের
বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংক ডিজিটাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ এবং পরিবহন সংস্কারসহ দেশের অর্থনীতির পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকারকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদান করতে ইচ্ছুক।

বুধবার নিউইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বঙ্গের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে ড. ইউনূস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছেন, তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন। তিনি বিশ্বব্যাংককে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন। সেই সঙ্গে তিনি এটিকে দেশ পুনর্গঠনে সবচেয়ে বড় সুযোগ বলেও উল্লেখ করেন।

অজয় বঙ্গ বলেন, অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও দেড় বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উত্পাদিত হাইড্রোএনার্জি কীভাবে ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশীদের দ্বারা ভাগ করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

 

 

banner close
banner close