মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন।
২০২০ সালের জানুয়ারি মাসে ১২ জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন। দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল নিষিদ্ধ করে শেখ হাসিনা প্রশাসন।
২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদে তাকে দেশবিরোধী বলে মন্তব্য করে আওয়ামীলীগের এক এমপি। বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে "বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোডাক্ট" বলে মন্তব্য করেন।
শেখ হাসিনার সরকারের নানা চাপের কারণে, মালয়েশিয়া চলে যান আজহারী। শেখ হাসিনা সরকার পতনের পরই, গত মাসে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেশে ফেরার ইঙ্গিত দেন তিনি। বুধবার সন্ধায় জানালেন তিনি দেশে পৌছেছেন।
আরও পড়ুন: