শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

সাবেক সচিব জাহাঙ্গীর আলম কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৩

আপডেট: ৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬

শেয়ার

সাবেক সচিব জাহাঙ্গীর আলম কারাগারে
জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল চলাকালে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় আব্দুল মোতালিব নামের এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

শনিবার ৫ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জামিন আবেদন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

banner close
banner close