শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম বদলে আবরার ফাহাদ এভিনিউ করার দাবি সাংবাদিক মাহামুদুর রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ ০০:১৬

আপডেট: ৮ অক্টোবর, ২০২৪ ০০:২২

শেয়ার

বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম বদলে আবরার ফাহাদ এভিনিউ করার দাবি সাংবাদিক মাহামুদুর রহমানের
ছবি: সংগৃহীত

সোমবার বিকাল ৩ টায় পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকীতে আবরার ফাহাদ স্মৃতি সংসদের আয়োজনে স্বরণসভার আয়োজন করা হয়। ৫ বছর আগের আজকের দিনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখির কারণে আবরারকে পিটিয়ে হত্যা করেছিল ছাত্রলীগের ক্যাডার বাহিনী।

আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী ও ভারতীয় আগ্রাসন বিরোধী আট স্তম্ভ পুননির্মাণের দাবীতে এই স্বরণসভার আয়োজন করা হয়।সেসময় অনুষ্ঠানে উপস্থিত সকলে আওয়ামী সরকারের আমলে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার কর্মকাণ্ড তুলে ধরেন।

সভায় উপস্থিত হয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমান ১৯৭৫ সালের আগস্ট এবং ২০২৪ এর আগস্ট একই সুতোয় গাথা বলে উল্লেখ করেন৷ তিনি বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম বদলে আবরার ফাহাদ এভিনিউ করার দাবি জানান৷

আবরার ফাহাদের বাবা তার ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়ে ও আবরার ফাহাদের স্বরণে তৈরি করা আট স্তম্ভ পুননির্মাণের দাবী করেন। এছাড়াও তিনি ছেলের হত্যাকারীদের বিচারিক কার্যক্রম দ্রুত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে, ভারতীয় আগ্রাসন মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান  জানান বক্তরা।