কুমিল্লা সীমান্তে ৩৩ বছর বয়সী বাংলাদেশি যুবক কামাল হোসেনকে গুলি করে হত্যার ২৬ ঘণ্টা পর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। মঙ্গলবার রাত নয়টায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে নিহত কামালের মরদেহ হস্তান্তর করে।
এর আগে, সোমবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে গেলে ভারতীয় বিএসএফ তাকে গুলি করে। এতে সে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই দিলীপ কুমার মজুমদার বলেন, লাশ আমরা গ্রহণ করে পরিবারের নিকট হস্তান্তর করেছি।
কুমিল্লার ১০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সিইউ মেজর আরাফাত বলেন, পুলিশ মরদেহ গ্রহণ করেছে। বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না। যদি ঘটে, আমরা বিজিবি সমীচীন জবাব দিতে প্রস্তুত আছি।
আরও পড়ুন: