শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

আটক ৫ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪ ১৫:৫৬

শেয়ার

আটক ৫ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
বিজিবির সাথে ফিরে আসা জেলেরা। ছবি: সংগৃহীত

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।

বুধবার দুপুর দেড়টার দিকে তাদেরকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া জেটি ঘাটে নিয়ে আসে বিজিবির একটি দল।

এর আগে মঙ্গলবার টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে ওই ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মিরা।

ফেরত আসা জেলেরা হলেন, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মো. আলম (২২), মো. রাসেল মিয়া (২৩), মো. সাইফুল মিয়া (১৭), বোরহান উদ্দিন (১৯) ও মো. রাশেদ (২৪)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই ৫ জেলেকে ধরে নিয়ে যায়। পরে মিয়ানমারের ওই পাড়ে সক্রিয় থাকা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দেয় তারা।