শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে ঘোষণার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪ ০৮:৫৭

শেয়ার

প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে ঘোষণার উদ্যোগ
প্রধান বিচারপতির বাসভবন। ছবি: সংগৃহীত

রাজধানীর ১৯ হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবনকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ইতোমধ্যে এই বাসভবনটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা দেয়ার কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদফতর।

বৃহস্পতিবার আপীল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি সংরক্ষণ করা হলে তা জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যত প্রজন্ম এই স্থাপনার ইতিহাস সম্পর্কে সচেতন হবে।

গত ৫ আগস্ট সংঘটিত ছাত্র-জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে প্রধান বিচারপতির বাসভবনে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি স্থায়ীরূপে সংরক্ষণের মাধ্যমে ভবনটির সুরক্ষা নিশ্চিতকল্পে উদ্যোগ গ্রহণ করেন। বিশেষ করে, বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে থেকে এই ঐতিহাসিক স্থাপনাটির সুরক্ষা কীরূপে নিশ্চিত করা যায় সে বিষয়ে প্রধান বিচারপতি গুরুত্ব আরোপ করেন।

৬ অক্টোবর এই স্থাপনাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রত্মতত্ত্ব অধিদফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়ে সুপ্রীম কোর্টের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। এরপর ৯ অক্টোবর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের পরিচালককে বাসভবনটি সরজমিনে পরিদর্শন করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেয় প্রত্মতত্ত্ব অধিদফতর।